মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা অমান্য করে মোটর সাইকেল শোডাইন দেয়ায় ধানের শীষের ৪ সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে জনাব আলী কলেজ এর সামন থেকে মোটর সাইকেল শোভাযাত্রা দেয়ার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারকসহ বিজিবির টহলকারীদল ধানের শীষ প্রতীকের ৪ সমর্থক আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আকুঞ্জি আটককৃত আব্দুল জলিল ইউসুফীকে ১ হাজার, মঈন উদ্দিন ১ হাজার, ফারুক আহমেদ ১ হাজার এবং আনিছুর রহমানকে ১ হাজার করে ৪ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।