স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের আলী আকবরের সাথে জহিরুল হকের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, রওশন আলী, জলিল মিয়া, হিরন মিয়া, আলী হোসেন, আলী আকবর, আলী নূরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।