বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদের ধানের শীষ মার্কার সমর্থনে বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনারা বলছেন দেশ উন্নয়নের মহাসড়কে। এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে মানুষের বাড়ী বাড়ী পুলিশ পাঠিয়ে হয়রানি বন্ধ করুন। তিনি বলেন ধানের শীষের পক্ষে মানুষের জোয়ার দেখে সরকার ভীত হয়ে জনগণ ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হয়রানি করে ভয়ভীতি দেখাচ্ছে। ডা. জীবন বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ঐক্যফ্রন্টের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর) কে বিজয়ী করতে হবে। গতকাল সকাল সাড়ে ১১টায় বানিয়াচং বড়বাজারে নেতাকর্মী ও এমপি প্রার্থী আব্দুল বাছিত আজাদকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন ডা. জীবন। এরপর শাহজালাল মার্কেটের সামনে উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হুসাইন মারুফের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুলের পরিচালনায় পথসভায় আরো বক্তৃতা করেন আল্লামা আব্দুল বাছিত আজাদ, কেন্দ্রীয় জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ আহমেদ ঠাকুর, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, খেলাফত মজলিস সভাপতি মাওঃ শফিকুর রহমান, জামাত সেক্রেটারী তাসলিম আলম, বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল ইউসুফি, খেলাফত মজলিস সেক্রেটারী ফারুক আনসারী প্রমুখ। বিকাল ৪টায় কাগাপাশা ইউনিয়নের চকবাজার, মিলন বাজার, সন্ধার পর ১নং ইউনিয়নের গরম বাজার, ছিলাপাঞ্জায় ধানের শীষের পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডা. জীবন।