ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটা সুযোগ দেন, তাহলে ৫ বছর যে উন্নয়ন করবো আগামী ৫০ বৎসর আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবেনা। শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা (বীর উত্তম) জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া, উনি পায়ে হেটে জেল হাজতে ডুকেছিলেন এখন আর উনি হাটতে পারেননা, তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সাথে সাথে তিনি মুক্তি পাবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান রেজা। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।