চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবলীগের নির্বাহী সদস্য জসিম উদ্দিনকে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিয়েছে উপজেলা যুবলীগ। ২৩ ডিসেম্বর দিদার কমিউনিটি হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে জসিমকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তোলে দেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। জসিম উদ্দিনকে সম্মাননা দেয়ায় গাজীপুর ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শুয়েব চৌধুরী, গাজীপুর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল চৌধুরী, গাজীপুর যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উস্তার, নির্বাহী সদস্য জাবেদ খান প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।