চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নাশকতার অভিযোগে শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবির কর্মীর নাম আব্দুর রশিদ সামাল (৩০)। তিনি গাজিপুর ইউনিয়নের বাগিয়ারগাও গ্রামের আব্দুল হাইয়ের পুত্র। রোববার দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে বাগিয়ারগাও থেকে তাকে গ্রেফতার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।