স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চাঞ্চল্যকর ঠিকাদার ওয়াহিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সেলিম আহমেদ (৩৫) কে অবশেষে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। গত রবিবার রাতে পিবিআইর পুলিশ পরিদর্শক মাইনুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সেওরাতলী গ্রামের লেবু মিয়ার পুত্র ও ওই গ্রামের ঠিকাদার ওয়াহিদ মিয়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী।