প্রেস বিজ্ঞপ্তি ॥ মহাবতারী শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের করুণা ও অহৈতুকী শ্রীগুরুকৃপা সম্বল করে প্রতিবারের মত এবারও পরমারাধ্য শ্রীগুরুপাদপদ্ম বৈষ্ণবাচার্য শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারিজীর ১১৫ তম পূণ্য জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর ২০১৮ রোজ মঙ্গলবার স্থানীয় মহাপ্রভু আখড়া, হবিগঞ্জে শ্রীগুরু বিগ্রহের পূজার্চনা, আরতি ও বন্ধনা, সারিবদ্ধভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও ১১টায় ধর্মীয় আলোচনা সভা এবং দুপুর ১টায় কণিকা প্রসাদের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মহানাম সেবক সংঘের সকল গুরু ভাইবোন ও ভক্তবৃন্দের উপস্থিতি একান্ত কামনা করে মহানাম সেবক সংঘ হবিগঞ্জ।