স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরের সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
গতকাল তারা দিনব্যাপী হবিগঞ্জ পৌরসভার নোয়াবাদ, বাগানবাড়ি, টাউন হল রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং প্রচারপত্র বিলি করেন।
এ সময় তারা এমপি আবু জাহিরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে ধরে আসন্ন নির্বাচনে তাকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, সহ-সভাপতি তাহেরা চৌধুরী, শাহানারা চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, যুব মহিলা লীগ নেত্রী রানী আক্তার, খুদেজা বেগম, জলি আক্তার, শারমীন চৌধুরী, শরীফা খাতুন, শেফা আক্তার, হাবিবা আক্তার, নিপা আক্তারসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।