আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৮ কেন বিয়ারসহ জসিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত জসিম মিয়া সদর উপজেলার সোয়ার গাঁও গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এসআই এসআই আব্দুল করিম ও এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান সড়কের এন এম এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে বিদেশি মদ (বিয়ার) সহ তাকে আটক করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ এসআই আব্দুল করিম বাদী হয়ে আটককৃত জসিম এর বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখার এবং বহণ করার অপরাধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।