মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত মহিলাসহ দুই আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন। গতকাল বুধবার রাতে মাধবপুর থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকার একলাস মিয়া মোল্লার স্ত্রী পলাতক আসামি ফেরদৌস আরা নার্গিস (৪০) ও একই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের সুরুজ আলীর ছেলে রফিক মিয়া (৪৫) কে তাদের নিজ বাড়ি থেকে আটক করেন। বুধবার তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।