স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জ থেকে নাজমুল হাসান (১৪) নামে এক কিশোর অপহনের দুই বছর পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের মুল হোতা আব্দুল মতিন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে আজমিরীগঞ্জ সদরের শরীপনগর গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র। গতকাল বুধবার ভোরে হবিগঞ্জ পিবিআই এর পুলিশ পরিদর্শক মোঃ মাঈনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শহরের জিন্দাবাজার এলাকার একটি বাড়ির গোডাওন থেকে নাজমুল হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় আব্দুল মতিনকে গ্রেঢতার করা হয়।
মাঈনুল হাসান জানান, ২০১৭ সালের ১৫ জানুয়ারী আজমিরীগঞ্জ সদরের চরবাজার এলাকার আজমান মিয়ার পুত্র নাজমুলকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় আজমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। কিন্তু সেখানেও কোনকিছু উদঘাটন না হওয়ায় আদালতের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয। বিভিন্ন সোর্সেও মাধ্যমে ও কল লিস্টেও সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় সিলেট আছে নাজমুল। গতকাল বিকালে আটক মুতিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও ভিকটিম নাজমুলকে ২২ ধারার জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত তার পিতার জিম্মায় দিয়ে দেন। এই মামলার অন্যান্য আসামীদেরকে ধরতেও পুলিশ অভিযান শুরু করেছেন বলেও জানান তিনি।