নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ এরশাদ শপিং সেন্টারের ২য় তলায় উপজেলা ও নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির নির্বাচনী প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ আবুল খায়ের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুরাদ আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মিসবাহ্ উদ্দিন, হবিগঞ্জ জেলা যুব সংহতির সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি কমান্ডার এম এ খালেক, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হায়দার মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল ইসলাম, উপজেলা কৃষক পার্টির সভাপতি আবু ইউসুফ, পৌর কৃষক পার্টির সভাপতি ফরিদ মিয়া, জাতীয় ছাত্র সমাজ নেতা আলী শাহান প্রমূখ। এছাড়া সভায় নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রতিটি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।