স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন-আমরা জেনেছি অন্যকে জানাতে হবে, আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আমাদের সচেতনার বৃদ্ধির প্রয়োজন। যেখানে পানি জমে সেখানে মশা-মাছির জন্ম নেয়। এ বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য বিভাগ সারাদেশে সুন্দর কাজ করছে। নিজের পরিবার থেকে সুন্দর কাজ শুরু করতে হবে। গতকাল সোমবার সকাল ৯.০০ ঘটিকায় র্যালী শেষে জেলা সদর হাসপাতাল সভাকক্ষে তিনি এসব কথা বলেন। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন ভূইয়া। সভা পরিচালনা করেন নিখিল রঞ্জন শর্মা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, বক্তব্য দেন ডাঃ অরুণ কুমার পাল, মতিলাল দাশ, নজরুল ইসলাম, ওমর ফারুক, হুমায়ুন আহম্মেদ প্রমূখ।