চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামে প্রতিষ্ঠিত ‘আদর্শ তরুণ সমাজ কল্যাণ সংস্থা’র’ উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়। গত রোববার সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী কর্মসুচি। দুপুর ২ ঘটিকায় আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্থা সভাপতি ফয়সল আহমেদ তুষার বলেন, আমরা প্রতি বছরই আমাদের সংগঠন থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এছাড়াও আমাদের সংগঠন থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকি।