অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর সিটি পার্কের সামনে ট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এনাই মিয়া (২০) নামের এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছে। গত ১৬ ডিসেম্বর রবিবার দুপুর ২টায় মহাসড়কের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, ঢাকাগামী (ঢাকা মেট্রো- ট ১৮-৩০৩০) ট্রাকটি মহাসড়কের অলিপুর সিটি পার্কের সামনে পৌছুলে ব্রাহ্মনডোড়া থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এনাই মিয়া নিহত হয়। আহত হয় আরও ২জন। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার ও ফায়ার সার্ভিসের একদল কর্মী আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা। নিহত এনাই মিয়া হবিগঞ্জের করাব ইউপির সিংহ গ্রামের মফিজ মিয়ার পুত্র।