চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ মহুরী (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল শনিবার দুপুর ১০টার দিকে চুনারুঘাট থানার এস.আই অলক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নালমুখ বাজার থেকে তাকে গ্রেফতার করে। তিনি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাও গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।