স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চরগাও গ্রামে দুই দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহতরা জানায়, ওই গ্রামের জমশেদ মিয়ার সাথে একই গ্রামের রইছ মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রইছ মিয়া, ধলাই মিয়া ও উজ্জল মিয়াসহ একদল লোক জমশেদ মিয়ার বাড়িতে হামলা ভাংচুর চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় জমশেদ মিয়া (৫০) ও নছা মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।