সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শিবপুর বাজারে জনসভায় জি কে গউছ ॥ বিএনপি এক সেকেন্ডের জন্যও মাঠ ছাড়বে না

  • আপডেট টাইম শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, যতই দমন পিড়ন হউক বিএনপি এক সেকেন্ডের জন্যও মাঠ ছাড়বে না। আগামী ৩০ তারিখ ধানের শীষের বিজয় নিশ্চিত করেই বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে। তিনি গতকাল শুক্রবার বিকালে লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের শিবপুর বাজারে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে জি কে গউছ বলেন, আওয়ামীলীগ নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশ দিয়ে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কোন কারণে ভোট গ্রহন বাঁধাগ্রস্থ হলে দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
তিনি বলেন, গত ১০ বছরে আওয়ামীলীগের দুঃশাসনে দেশের মানুষ ভাল নেই। এক দলীয় শাসনের মাধ্যমে আওয়ামীলীগ মানুষকে জিম্মি করে রেখেছে। ফলে জনগণের প্রতিও আওয়ামীলীগের কোন আস্তা নেই। জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না তা উপলব্দি করেই পুলিশ প্রশাসনের উপর নির্ভর হয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করতে পুলিশ লেলিয়ে দিয়ে গণ গ্রেফতার করানো হচ্ছে। আওয়ামীলীগ নেতারা আবারও ২০১৪ সালের মত বিনাভোটের এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু জনগণ তাদেরকে সেই সুযোগ দিবে না। ভোট কেন্দ্রে উল্টাপাল্টা করার চেষ্টা করা হলে জনগণ তাদের ভোট রক্ষায় প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপির একটি কর্মীও বেঁচে থাকতে ভোট কেন্দ্রে আওয়ামীলীগকে কোন অপকর্ম করতে দিবে না। তিনি দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সকলের নিকট ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান।
এর আগে লাখাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন। পরে শিবপুর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আফসারের সভাপতিত্বে ও সার্জেন্ট (অব) এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি এডঃ সালেহ আহমেদ, বিএনপি নেতা এডঃ শামছুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, বিএনপি নেতা সাদেক হোসেন, মফিজুল মিয়া, রফিকুল ইসলাম রফিক, নুর ইসলাম, আবুল খায়ের অপু, সৈয়দা লাভলী সুলতানা, নুরজাহান বেগম, আইরিন আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com