প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে গতকাল শুক্রবার সকাল ১১টায় শচীন্দ্র কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের স্কাউট হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ এস কে ফরাশ উদ্দীন আহমদ শরীফী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক গৌতম সরকার। আলোচনায় অংশ নেন সহকারি অধ্যাপক মানিক চন্দ্র ভট্টাচার্য্য ও তরিকুল ইসলাম হারুন, প্রভাষক আঙ্গুর খান, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক লতিফ হোসেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী চাহিদা আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর সিদ্দিকী তোয়াহা, মোয়াজ্জেম হোসেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শচীন্দ্র কলেজের ইমাম মুখলেছুর রহমান ও নাগুরা কৃষি ফার্মের ইমাম আতাউর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক মিহির রঞ্জন সরকার।