স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও রাজনৈতিক কার্যক্রমের ঐক্যমত সৃষ্টির লক্ষে শান্তিতে বিজয় প্রকল্পের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শান্তিতে বিজয় প্রকল্পের জেলা সমন্বয়কারী ওয়াদুদ ফয়সল চৌধুরী লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি তৃনমূল থেকে উঠে আসা মতামত তুলে ধরেন। তিনি বলেন
“আইডিয়া” একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সম্প্রতি “শান্তিতে বিজয়” নামে একটি প্রকল্প কার্যক্রম শুরু করে সিলেট বিভাগের ৩টি জেলায়। “শান্তিতে বিজয়” প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল নামে একটি আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা। গত নভেম্বর থেকে প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেট জেলার ৭টি উপজেলায়, সুনামগঞ্জ জেলার ৪টি এবং হবিগঞ্জ জেলার ৫টি মোট ১৬টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। “শান্তিতে বিজয়” প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশে ১৬ কোটি মানুষের শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির স্বপক্ষে একত্রিত হবার মঞ্চ তৈরী করা। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মতবিনিময়ের সুযোগ তৈরী করার জন্য সারাদেশে “শান্তিতে বিজয়” ক্যাম্পেইনের আওতায় আয়োজিত হচ্ছে শান্তি-শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সাথে সংলাপ, রাজনৈতিক নেতাদের সাথে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। এ প্রকল্প কার্যক্রমের আওতায় ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় সুধীজনেরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে এক সাথে কাজ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদেরকে উদ্বুদ্ধ করছে। তিনি নির্বাচনে ভোটরা প্রশাসনের কাছে নিরাপদে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিতকরণ, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা, প্রশাসনের নিরপেক্ষ থাকা, প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা প্রদান করা, সকল প্রার্থীকে একই নজরে দেখা, জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করতে গেলে প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নেয়া, অসুস্থ ও প্রতিবন্ধিদের ভোট প্রদানের সহায়ক পরিবেশ তৈরী করা, ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় দলবদ্ধভাবে বিশৃংখলা করতে চাইলে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া, নির্বাচনী বিধিমালা সকল দলের জন্য সমানভাবে প্রয়োগ করাসহ বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন শান্তিতে বিজয় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইফ উদ্দিন, উজ্জল দেব প্রমুখ।