বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ হিলসস্থ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়। পরে বধ্যভূমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা মৎস্য অফিসার আফজল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিউজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, আমরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব, ব্যবসায়ি ফয়সল আহমেদ সুহেল ও ফজলুর রহমান প্রমুখ।