প্রেস বিজ্ঞপ্তি ॥ এসেড হবিগঞ্জ সংস্থার পরিচালনায় পিকেএসএফ ও গণস্বাক্ষরতা অভিযানের অর্থায়ণে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নে শিক্ষা ও পরিবেশ মেলা অনুষ্টিত হয়েছে। গত ১১ ডিসেম্বর অনুষ্টিত মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিডি, হবিগঞ্জের ডিপিইও, ইউইও, ইউআরসি ইন্সট্রাক্টর। মেলাটি অভিযাত্রা প্রকল্প বাস্তবায়নের অন্যতম কার্যক্রম। মেলা সঞ্চালনায় ছিলেন কাজল সমাদ্দার। মেলায় তেঘরিয়া ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ শিক্ষা উপকরণের আকর্ষণীয় বিভিন্ন স্টল নিয়ে অংশগ্রহণ করেন। মেলার সার্বিক সযোগিতায় ছিলেন ইউনিয়ন শিক্ষা উন্নয়ন কমিটি।