স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ শাহিদ মিয়াসহ একদল পুলিশ সদর উপজেলার বামকান্দি গ্রামে এক মাসের সাজাপ্রাপ্ত আসামী শামছু মিয়ার পুত্র শফিক মিয়া, নারী নির্যাতন মামরার পলাতক আসামী মাছুম মিয়াসহ ৬ জনকে আটক করা হয়। গতকাল বুধবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।