প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈদপুর গ্রামের রবিদাস পাড়ার চম্পা রবি দাসের বাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা রবিদাশ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীরবল রবি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত রবি দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাশ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জীবন রবি দাশ। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠন বিরোধী কার্যক্রম, হিসাব নিকাশে গড়মিল ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উপজেলা শাখার উপদেষ্ঠা রামজি রবি দাস, সহ-সভাপতি বিজয় রবি দাস, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল রবি দাস, প্রচার সম্পাদক খোকন রবি দাস, কোষাধ্যক্ষ সুমন রবি দাস ও পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক গোপাল রবি দাসকে বহিষ্কার করা হয় এবং নবীগঞ্জ উপজেলা রবিদাশ সমাজ কল্যাণ সংস্থার পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় নবীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক শান্ত রবি দাস, সাংগঠনিক সম্পাদক রুবেল রবি দাস, নবীগঞ্জ উপজেলা মহিলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মালতী রবি দাস, সহ-সভাপতি কালী রবি দাস, সাধারণ সম্পাদক ফুলমতি রবি দাস, সাংগঠনিক সম্পাদক সন্ধ্যরানী রবি দাস, সদস্য মহেশ রবি দাস, বাবু লাল রবি দাস, পংকি রবি দাস, দুলাল রবি দাস, রঙ্গলাল রবি দাস, পলাশ রবি দাস, চম্পা রবি দাস, পুতুল রবি দাস, কার্তিক রবি দাস সহ প্রায় ৬১ জন উপস্থিত ছিলেন।