স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ১০টার দিকে উপজেলার সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
তার পরনে রয়েছে একটি জাম্পার ও গেঞ্জি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।