স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আন্তঃজেলা মোটরসাইকেল চোরের গডফাদার নুরুল হক (২৫) এর জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুুরে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা। বর্তমানে সুলতান মাহমুদপুর এলাকায় বসবাস করছে।
পুলিশ জানায়, মোহনপুর এলাকার এমএস অনলাইনের মালিক সাইফুদ্দিন জাবেদের মোটরসাইকেল চুরির মামলায় নুরুল ইসলাম এজাহারভুক্ত আসামী। এতদিন সে আত্মগোপনে ছিল। পুলিশের তাড়া খেয়ে আদালতে হাজির হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।