স্টাফ রিপোর্টার ॥ শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রঃ এর প্রতিষ্ঠিত লতিফিয়া কারী সোসাইটি হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ১০ ডিসেম্বর সকাল ১০টায় হবিগঞ্জ অস্থায়ী কার্যালয়ে কাজী মাওঃ নজমুল হোসেন সভাপতিত্বে ও সৈয়দ শাহেদুল ইসলামের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা এম এ হাসান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মুবাশ্বির হোসেন চৌধুরী। সবার সর্ব সম্মতিক্রমে কাজী মাওঃ নজমুল হোসেনকে সভাপতি ও সৈয়দ শাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কাজী এম এ হাসান আলী। কমিটির অন্যান্য সদস্য হলেন-সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সহ-সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, প্রচার সম্পাদক মাহমুদ হোসেন কাওছার, অফিস সম্পাদক মোজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সদস্য মুফতি আহমদ কবির, সুলতান আহমদ, খালেদ আহমদ, আমিনুল হক, আব্দুস সালাম, হাবিবুর রহমান রাসেল, নাসির উদ্দিন, লোকমান আহমদ, নুর মুহাম্মাদ, মিজানুর রহমান, সাইফুর রহমান, আলাউদ্দিন,আব্দুল জলিল।