প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শহরতলির ভাদৈ আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত সভায় নাগরিক কমিটির সভাপতি এডঃ চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ভাষা সৈনিক এডঃ সৈয়দ আফরোজ বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ আফতাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ গফফার আহমেদ, রোটারিয়ান এম এ রাজ্জাক, আইডিয়াল হাই স্কুল প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম আনছারি। উপস্থিত ছিলেন আব্দুল মোতালিব মমরাজ, এনাম আহমেদ, প্রফেসার ইকরামুল ওয়াদুদ, আমজাদ হোসেন চৌধুরী, তবারক আলী লস্কর। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধা বৃত্তি বিতরণ করা হয়।