স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪টি আসনে ৪ আওয়ামীলীগ নেতা মহাজোটের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল দলীয় চুড়ান্ত মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্দ প্রদানের পত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে সাবেক আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক মনোনয়ন দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে মহাজোটের প্রার্থী হিসেবে শাহ নেওয়াজ মিলাদ গাজী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সূত্রে জানা গেছে। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এবং জেলা জাতীয় পাটির প্রার্থী হিসেবে জেলা শাখার সাধারণ সম্পাদক শংকর পাল মনোনয়ন দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে মহা জোটের প্রার্থী হিসেবে এডঃ আব্দুল মজিদ খান এমপি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শংকর পাল লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ-৩ হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে জেলা সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আহাজ্ব আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে মহাজোটের প্রার্থী হিসেবে আলহাজ্ব এডঃ আবু জাহির এমপি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এডঃ মাহবুব আলী এমপি আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে মহাজোটের প্রার্থী হিসেবে এডঃ মাহবুব আলী এমপি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।