স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪টি আসনে এক বিএনপি নেতা ও তিন শরীক দলের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল দলীয় চুড়ান্ত মনোনয়ন ও ধানের শীষ প্রতীক বরাদ্দ প্রদানের পত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি প্রার্থী হিসেবে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া এবং গণফোরাম প্রার্থী হিসেবে সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এসএম কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া মনোনয়ন দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়া ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এবং খেলাফত মজলিস প্রার্থী হিসেবে হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুল বাছেত আজাদ মনোনয়ন দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মাওঃ আব্দুল বাছেত আজাদ ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হবিগঞ্জ-৩ হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম, এবং গণফোরাম প্রার্থী হিসেবে এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈযদ মোঃ ফয়সল এবং খেলাফত মজলিস প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ ড. আহমদ আব্দুল কাদের মনোনয়ন দাখিল করেন। এ আসনে চুড়ান্ত মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে অধ্যক্ষ ড. আহমদ আব্দুল কাদের ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।