শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামালের বাবা এলাকার বিশিষ্ট মুরুব্বী কুতুবের চক গ্রামের বাসিন্দা হাজী আব্দুর নুর মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার দুপুর আড়াইটার দিকে কুতুবের চক ঈদ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ীতে বার্ধ্যক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। নিহতের পারিবারিক সূত্র জানায়- তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ প্রেসকাবের সকল সদস্যবৃন্দ।