প্রেস বিজ্ঞপ্তি ॥ যে কোনও কাজে সফলতার জন্য পুরুষদের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হয়। শুধু পুরুষরা কোনও কাজ করলে কাংখিত উন্নয়ন হয় না। হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির নারীদের শিক্ষা, কর্মসংস্থানসহ নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। এর আগে হবিগঞ্জের কোনও জনপ্রতিনিধি এভাবে নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেননি। বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে বিজয়ের মাসেই যেভাবে, বাংলার ধামাল ছেলেরা বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সকলে মিলে ৩০ ডিসেম্বর নৌকার বিজয়ের পতাকা উড়াতে চাই আমরা। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল লুকড়া ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নারী নেত্রীরা এসব কথা বলেন।
লুকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিনা খাতুনের সভাপতিত্বে ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সহ সভাপতি শাহানারা চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডঃ পারভীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রিনা, লুকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী জরিনা চৌধুরী, লুৎফা বেগম, জোসনা আক্তার, মোছাঃ রোকেয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন তাহমিনা চৌধুরী, সাবিনা চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসিয়া বেগম এবং গীতা পাঠ করেন খোকন রানী দাশ।