স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিংয়ের সংলগ্ন কলনী এলাকায় থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত রেলে কাটা এক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনের নীচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে। পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির পড়নে নীল পাঞ্জাবী গায়ে সাদা গেঞ্জি ও পড়নে সাদা লুঙ্গি ছিল। পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম সংগঠনের কাছে লাশ হস্তান্তর করা হয়।