শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

শিল্পাঞ্চলের মাধ্যমে হবিগঞ্জকে বদলে দেওয়ায়ই আমার লক্ষ্য-আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, ২০০৮ সালে আপনারা আমাকে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত করেন। এরপর থেকে বর্তমান সরকারের বিগত দুই আমলে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য কাজ করেছি। দেশে বিদেশে সবাইকে বিনিয়োগের আহবান জানিয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছি। আগামী দিনে শিক্ষা ও শিল্পাঞ্চলের মাধ্যমে হবিগঞ্জকে বদলে দিতে চাই।
তিনি বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স চালু, ছেলে-মেয়েদের জন্য পৃথক দু’টি করে হোস্টেল নির্মাণ, একাধিক একাডেমিক ভবন ও বিজ্ঞান ভবন নির্মাণ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু করেছি ডাবল শিফট। হবিগঞ্জ এবং লাখাইয়ে সরকারি বেসরকারি প্রায় সবক’টি বিদ্যালয়ে নতুন ভবন, নতুন ১০টি কলেজ ও সরকারি-বেসরকারিভাবে ১২টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। অচিরেই প্রতিষ্ঠিত করব একটি কৃষি বিশ^বিদ্যালয়। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলার মাধ্যমে শিক্ষাঞ্চল গড়ে তুলতে চাই। পাশাপাশি এই এলাকার গ্যাস, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেভাবে শিল্পায়ন হচ্ছে; এগুলোকে একটি পরিকল্পনার আওতায় এনে হবিগঞ্জে শিল্পাঞ্চলও গড়ে তুলতে চাই। এই শিক্ষাঞ্চল এবং শিল্পাঞ্চলের মাধ্যমে হবিগঞ্জকে বদলে দেওয়ায়ই আমার লক্ষ্য।
মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পৃথক আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- নিউইউয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার প্রমুখ।
মহান বিজয় দিবসের পৃথক আলোচনা সভায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি’র উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে বিএনপি’র নেতা মস্তফা মিয়া মেম্বারসহ কয়েকজন আওয়ামী লীগে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com