স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য প্রদান করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। গ্রেফতারকৃত চোররা হল, হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে ইকবাল মিয়া (২০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মালেক (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার আশেঢ়া গ্রামের রনজিৎ চক্রবর্তীর ছেলে রাজু চক্রবর্তী (২৮), চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার আব্দুল জলিলের পুত্র দেওয়ান নবীন। তাদের দেয়া তথ্য মতে মিঠুন ও নাজিম নামে আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৮২টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১৬টি মেমোরি কার্ডসহ মালামাল উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫-৬টি চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা-বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ পৌর মার্কেটে মৃদুল টেলিকমে চুরি সংঘটিত হয়। চোরেরা তার দোকান থেকে স্মার্ট ফোন, ফিউচার ফোন, ল্যাপটপ, গ্রামীণ ফোনের ট্যাব, মোবাইল মেরামতের ফ্লাস ডিভাইস, মেমোরী কার্ড, কাস্টমারদের মেরামতের জন্য দেয়া স্মার্ট ফোন ও নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে শহরে সংঘটিত আরো কয়েকটি চুরির বিষয় উদঘাটনের জন্য পুলিশ শহরের চিহ্নিত চোরদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোল্লা লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ আধুনিক হাসপাতাল এলাকার আম্বিয়া ভবনের সামন থেকে ইকবাল মিয়া ও আব্দুল মালেককে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে পাইকপাড়া আমতলী থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ সময় দুই চোরকে আটক করা হয়।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ও তদন্তকারী কর্মকর্তা মোল্লা লুৎফুর রহমান।