বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে চারটি দোকানঘর আগুনে ভস্মীভূত হয়েছে। শুক্রবার বিকালে বড়বাজারের সঞ্জব উল্লার তুলার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানালেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
ব্যবসায়ীরা জানান, বড় বাজারের পশ্চিমে সঞ্জব উল্লার তুলার দোকানে মেশিন দ্বারা তুলা প্রস্তুত করেন শ্রমিকরা। এ সময় বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। এক পর্যায়ে পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। চারটি দোকানের মালিকই একই ব্যক্তি সঞ্জব উল্লাহ।