নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হত্যা ও চুরির মামলার পলতাক আসামী ইসমাইল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার সাকোয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইসমাইল মিয়া দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাজহারুল ইসলাম ও এএসআই সামছুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।