স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে এর প্রতিষ্টাতা চেয়ারম্যান আব্দুল হান্নান এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুনানী শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই কালে ১% ভোটারের ১ জনের স্বাক্ষর না থাকায় জেলা রিটার্ণিং অফিসার গত ২ নভেম্বর আব্দুল হান্নান এর মনোনয়ন বাতিল বলে ঘোষণা দেন। উক্ত বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল আবেদনের শুনানী শেষে গতকাল নির্বাচন কমিশন মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।