প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা আয়োজিত ৩ দিনব্যাপী বৈশাখী মেলা সফল ও সুন্দর করতে হবিগঞ্জ শহরের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবি তাহমিনা বেগম গিনি, প্রাবন্ধিক এম এ রব, ব্যকস-এর সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, কলামিষ্ট জাহান আরা আফছর, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, রোকসানা জামান চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, হবিগঞ্জ শিল্পী সংস্থার সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টু। এ সময় পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, মোঃ আলমগীর ও আব্দুল আউয়াল মজনু, পৌর সচিব নুর আজম শরীফ উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, বাংলা নববর্ষ আমাদের সকলের জীবনে এক আনন্দ উৎসবের উপলক্ষ্য হয়ে আসে। হবিগঞ্জ পৌরসভা প্রতিবছর উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলা আয়োজন করে থাকে। সকলের অংশগ্রহনে এবারের বৈশাখী মেলা আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।