স্টাফ রিপোর্টার ॥ ফ্রান্স প্রবাসী সাংবাদিক অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং প্যারিস-বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস করিম আখনজীর শিশু পুত্রের অকাল মৃত্যুতে প্যারিসে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উক্ত মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমেদ, সদস্য ওয়াহিদ বার তাহের, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ উদ্দিন মমিন, সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যক্তিত্ব টিএম রেজা, শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সল আহমদ, বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক অহিদ টিপু, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু , সহ-সভাপতি ফেরদৌস করিম আখনজী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম মামুন, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।