প্রেস বিজ্ঞপ্তি ॥ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক ৬ষ্ঠ বারের ন্যায় “বিবেকানন্দ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮” গতকাল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৮শ ২৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। স্থানীয় রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, পরিষদের উপদেষ্টা অজিৎ কুমার পাল, সুখলাল সূত্রধর, ডাঃ অসিত রঞ্জন দাশ, সুব্রত দাস, হিমাংশু রঞ্জন দাশ, মানিক পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল শাখার সভাপতি নিরঞ্জন সাহা নিরু, হবিগঞ্জ জেলা প্রেসক্লবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ, সাংবাদিক ফোরামর সভাপতি শাকিল চৌধুরী, পরিষদের শুভাকাংখি অশোক কুমার রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিষদের এ সুবিশাল কার্যক্রমের ভূয়ষি প্রশংসা করেন। মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ছিলেন পরিষদের সদ্য সাবেক সভাপতি গৌর শংকর দাশ, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ এবং হল সুপারের দায়িত্বে ছিলেন পরিষদের সভাপতি দিবাকর পাল এবং সহ-সভাপতি নারায়ণ চন্দ্র পাল।