স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে বিষপান করে আত্মহননকারী গৃহবধূ কুলসুমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উমেদনগর পুরানহাটি মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। কুলসুমা আক্তার উমেদনগর গ্রামের ব্যবসায়ী মোঃ তাহির মিয়ার স্ত্রী। নিহত কুলসুমা গত বুধবার দুপুরে বিষপান করে বাড়িতে ছটফট করতে থাকে। এ সময় তার স্বামী তাহির মিয়া তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে বিকালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার এসআই সাইফুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে তার স্বামীর জিম্মায় লাশ হস্তান্তর করে সদর থানা পুলিশ।