নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা হল রুমে গতকাল শনিবার সকালে আউশ প্রনোদনা কর্মসুচীর আওতায় প্রান্তিক ক্ষুদ্র চাষীদের মাঝে সার ও বিজ বিতরন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমান। অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন। কৃষি অফিস সহকারী অজিত দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক, উপজেলা প.প কর্মকর্তা সাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী। অনুষ্টান শেষে প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু উপজেলার প্রায় ২৮০জন কৃষকের মধ্যে জন প্রতি ১মন বিভিন্ন প্রজাতের সার ৫ কেজি বীজ ও নগদ টাকা বিতরন করেন।