স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পূর্ব বিরোধে জের ধরে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, জমি নিয়ে ওই গ্রামের মখলিছ মিয়ার সঙ্গে একই গ্রামের রাসেল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে কথা কাটাকাটির পর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলো, মফিলা খাতুন, জহির মিয়া, রুবেল মিয়া, আছিয়া খাতুন, হাবিবুর রহমান, মুখলেছ মিয়া, সাহেদ মিয়া, রাসেল মিয়া। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।