চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিরাজ (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের মৃত জলিল মিয়ার পুত্র মোঃ সিরাজ মিয়াকে গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। উল্লেখিত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মহিমাউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজ মিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সিরাজ মিয়ার বিরুদ্ধে একটি মামলায় ৬ মাসের সাজা ছিল। সে এতদিন পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। দুপুরে সিরাজ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।