নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ কর্মসূচীর উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা শাহাদাত হোসেন, ব্রাঞ্চ ব্যবস্থাপক স্বাস্থ্য শাহ আলম ভূইয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, মেডিকেল টেকনোলজিস্ট অজিত কুমার দাশ, প্রধান সহকারী সজল কান্তি দেব প্রমূখ