লন্ডন প্রতিনিধি ॥ ইংল্যান্ডের বার্মিংহামে স্থানীয় একটি হলে হবিগঞ্জের চারটি আসনে নৌকার প্রার্থীদের সমর্থনে এক মতবিনিময় সভার আয়োজন করে যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবার। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্তরের সাবেক নেতারা এবং ইংল্যান্ডের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগের নেতারা এতে অংশগ্রহন করেন। সংগ
ঠনের সভাপতি, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ মাহমুদুর রহমান বুলু, এডঃ মীর গোলাম মোস্তফা, আবু ইউসুফ চৌধুরী, অনর উদ্দিন চৌধুরী, এম এ হান্নান চৌধুরী, মোহাম্মদ ফজলু, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, শাহ তোফায়েল আহমেদ, আব্দুল আহাদ সুমন, দিপু শেখ, হেলাল উদ্দিন, জুহেল মিয়া, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, মোতাব্বির আলী, এ রহমান অলি, মুক্তিযোদ্ধার সন্তান শাহ শহীদ আলী, আগুর মিয়া
, কাজী আজমত, এহতেশামুল হক, আহছান মিয়া, ফয়সল আহমেদ, জিয়া তালুকদার, এহিয়া খান, এনায়েত কবির, গিয়াস উদ্দিন, ইশতিয়াক আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ। গত ৩ ডিসেম্বর সোমবার এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
বক্তারা নৌকার বিজয়ের লক্ষে দেশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যাতে আবারো হবিগঞ্জের চারটি আসনে নৌকার মাঝিরা বিজয়ী হন। সভায় এডঃ মোঃ আবু জাহির এমপি, শাহ শহীদ আলীর মাধ্যমে দেওয়ান মিলাদ গাজী ও হেলাল উদ্দিনের মাধ্যমে মজিদ খান এমপি এবং মাহবুব আলী এমপি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন। পরিশেষে সবাই নৌশভোজে অংশগ্রহণ করেন।