স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরির ঘটনায় আরও দুই চোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর থানার এসআই মোল্লা লুৎফুরের রহমানের নেতৃত্বে একদল পুলিশ সার্কিট হাউজ রোড কাজী শাহিন মিয়ার বাসায় অভিযান চালিয়ে অনন্তপুর এলাকার দেওয়ান মোঃ নবিন (৩৫) ও তার সহযোগি শাহাব উদ্দিনকে আটক করে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে এবং তাদের কাছ থেকে চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও রহস্য উদঘাটন করা যাবে বলে ধারনা পুলিশের।