প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সমর্থনে দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় দীঘলবাক ইউনিয়নের স্থানীয় (কামারগাও) সাইনবোর্ড বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। দীঘলবাক ইউপি জাতীয় পার্টি নেতা গউছ মিয়ার সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির নেতা কমান্ডার এম এ খালেক, নবীগঞ্জ উপজেলা জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা মোশাহিদ আলী, জাতীয় পার্টি নেতা মুক্তার হোসেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এম এ কাইয়ুম, জয়নাল মিয়া, জাতীয় যুব সংহতি নেতা রুহেল মিয়া প্রমুখ। সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।